![ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় ইউজিসি চেয়ারম্যানের নিন্দা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/mannan-sir_134463.jpg)
ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এর বাসভবনে কিছু দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান আজ সোমবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, নজিরবিহীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাংচুর, হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের সাথে কোটা সংস্কার বিষয়ে কোন সম্পর্ক নেই। এটি সকল বিশ্ববিদ্যালয়সহ দেশকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রের অংশবিশেষ।
তিনি সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা এবং নিরাপত্তা জোরদার করার প্রতি গুরুত্বরোপ করেন।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি