![দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/debhata-abnews_24_134468.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ০৯ এপ্রিল, এবিনিউজ : দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি।
এসময় সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিমউদ্দীন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, বিজিবির জিন্নাত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/নির্মল