বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটিয়া সরকারি প্রাইমারী স্কুলের সাফল্য: পিএসসিতে ২১ জনের বৃত্তি

পটিয়া সরকারি প্রাইমারী স্কুলের সাফল্য: পিএসসিতে ২১ জনের বৃত্তি

পটিয়া সরকারি প্রাইমারী স্কুলের সাফল্য: পিএসসিতে ২১ জনের বৃত্তি

পটিয়া (চট্টগ্রাম), ০৯ এপ্রিল, এবিনিউজ : পটিয়া শশংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদ্য ঘোষিত পিএসসির বৃত্তিতে সাফল্য অর্জন করেছে। বিগত ফলাফলে ৯৯% পাশ ও ৬১ জন জিপিএ-৫ ও ২১ জন বৃত্তি লাভ করার মাধ্যমে পটিয়ায় এ বিদ্যালয় তার ধারাবাহিক সাফল্য অক্ষুন্ন রেখে চলেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, সব শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার ফলে এবারও এ বিদ্যালয় কাঙ্খিত সাফল্য পেয়েছে। তিনি আগামীতেও এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এবার এ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। অনিক চৌধুরী, মাহির মুত্তাকিন, বিজয় দত্ত, শ্রীকান্ত রাহা, মোহাম্মদ নিহাল, মুশফিক চৌধুরী, ইবনুল জাওয়াদ, নাহিদ সুলতানা, তৌশী দত্ত, নিশাদ ফারিহা, সেজুতি মিত্র, ঐশি চৌধুরী, জান্নাতুল নিসা রায়সা, সাহরা তাসনিম, সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হচ্ছেন আদিত্য দে, মোবাশের হোসেন, আলাউদ্দিন আলিফ, অর্পণ ধর, আফিয়া হুমায়রা, সায়মা সাদিয়া, আসমা আলম।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত