![পানিশূন্যতা দূর করে তরমুজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/health-10_134498.jpg)
ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : প্রকৃতিতে এখন বসন্তকাল চলছে। গ্রীষ্ম আসতে দেরি নেই। বাজারে এরই মধ্যে উঠছে শুরু করেছে গরমের নানা ফল। বিভিন্ন বাজারে দেখা মিলছে তরমুজের। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি গুণেও ভরপুর।
শরীরে আর্দ্রতা বজায় রাখতে পানি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া যেসব খাবারে পানি থাকে সেগুলোও আমাদের শরীরের জন্য দারুণ উপকারী।
প্রচুর পানিসমৃদ্ধ ফল কিংবা শাকসবজি খেলে পেট ভরে যায়। কিন্তু ওজন বাড়ে না। তরমুজ তেমনই একটি ফল। যাতে ৯২ শতাংশই পানি থাকে। এ কারণে গ্রীষ্মকালে এটি দেহের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, তরমুজে থাকা লাইসোপিন উপাদান ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সারা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিবছর অনেক মানূষ মারা যায়। তরমুজে থাকা নানা পুষ্টি উপাদান হৃদরোগের জন্য উপকারী। এ ছাড়া তরমুজে থাকা লাইসোপিন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।
তরমুজ প্রদাহ কমাতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় একটি মস্তিষ্কের উর্বরতা বাড়াতে সাহায্য করে।এ কারণে এটি আলঝাইমার রোগীদের জন্যও উপকারী।
ভিটামিন এ এবং সি বিদ্যমান থাকায় তরমুজ ত্বক এবং চুলের জন্য বেশ কার্যকরী। প্রচুর পরিমানে পানি আর অল্প পরিমানে ফাইবার থাকায় তরমুজ হজমের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
এবিএন/সাদিক/জসিম/এসএ