শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ৩০, আটক ৬

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ৩০, আটক ৬

জগন্নাথপুর(সুনামগঞ্জ) , ১০ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুরের পল্লীতে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গুরতর আহত ২ জনকে সিলেট ওসমানী হাসপালাতে প্রেরণ করা হযয়েছে। অপর আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও শেখহাটি গ্রামের টুনু মিয়া ও মজনু মিয়ার পক্ষের লোক জনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সোমবার রাত ৮ টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ।

ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ফয়জুল হক (৪৫) ও মিলাদ হোসেন (২২) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য আহতরা হলেন ফুল মিয়া(২৩),কাচামালা(৬০),শাহজাহানন(৩৫),নুর হোসেন(১৮),নানু(৩৭),নাছির,(২০),ঝুমু বেগম(২৫),আলমঙ্গীর হোসেন(২৮), মোজ্জামেল(৩০), আলীহোসেন(৪০), শামিম(৩৫), আব্দুলহক(৪৭), আবুল(৩৫), আলী(৪০), সাহেল(১৮)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।

জগন্নাথপুর থানার এস. আই হাবিবুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়।

এবিএন/রিয়াজ রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত