
গাজীপুর, ১০ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরে গাড়ির ধাক্কায় আছিয়া বেগম (৫৩) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
সিটি করপোরেশনের সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম ময়মনসিংহের ফুলপুর থানার রামসোনা এলাকার রমজান খানের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান বলেন, কর্মস্থল থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আছিয়া। এ সময় ময়মনসিংহগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এবিএন/সাদিক/জসিম