![শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/road-accident@abnews24_134520.jpg)
গাজীপুর, ১০ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারচাপায় আমির হোসেন (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জৈনা বাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ধনুয়া এলাকার আর এ কে সিরামিকস কারখানায় শাটল অপারেটর পদে কর্মরত ছিলেন তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন আমির। পথে জৈনা বাজার এলাকায় ইউটার্ন করার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। আমিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়।
এবিএন/সাদিক/জসিম