![ফরিদপুরে খাদ্য অধিকারের দাবিতে মানববন্ধন ও র্যালী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/faridpur-humanchain_134521.jpg)
ফরিদপুর, ১০ এপ্রিল, এবিনিউজ : ‘খাদ্য অধিকার আইন চাই,সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চিয়তা চাই’ স্লোগানকে সামনে নিয়ে ফরিদপুরে পালিত হলো নানা কর্মসূচি।
কর্মসূচির মধ্যে ছিলো খাদ্য অধিকার ক্যাম্পেইন, জমায়েত, আালোচনা ও র্যালী। খাদ্য অধিকার আইন চাই ফরিদপুর জেলা কমিটির আয়োজনে এবং খাদ্য অধিকার বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে খাদ্য অধিকারের দাবিতে মানববন্ধন ও র্যালীতে অংশ নেয় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। এসময় বক্তব্য রাখেন, ফজলুল হাদী সাব্বির, সুরেশ হালদার, আজাহারুল ইসলাম, এ্যাড. শিপ্রা গোস্বামী, এম এ জলিল, সিরাজি কবির খোকন প্রমুখ।
বক্তরা এসময় বলেন, এই আন্দোলন সারা দেশ ব্যাপী পালিত হচ্ছে, আমরা সবার জন্য খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি তুলছি। যাতে কোনো মানুষ নিরাপদ খাদ্য গ্রহণ থেকে বঞ্ছিত না হয়।
মানববন্ধন ও র্যারী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আন্দোলন কারিরা স্মারক লিপি প্রদান করেন।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর