শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ফরিদপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ফরিদপুর, ১০ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরে কৃষি প্রণোদনা ২০১৭-১৮ আউশ মৌসুমে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উফশী আউশ ও নেরিকা ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর সদর উপজেলার আয়োজনে উপজেলার হল রুমে আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

সদর উপজেলা কৃষি অফিসার মো. আবুল বাসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস অফিসার বিজন কুমার নন্দী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন, স্বপন কুমার সাহা।

সদর উপজেলা কৃষি অফিসার মো. আবুল বাসার মিয়া জানান, চলতি মৌসুমে বিনামূল্যে ৫ কেজি করে উফশী ও নেরিকা ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ২২৫ জন কৃষক-কৃষানীর মাঝে বিতরণ করা হয়।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত