![নেপালে বিমান দুর্ঘটনা : হাসপাতাল ছাড়লেন এ্যানী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/anny_134525.jpg)
ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : নেপালে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত আলীমুন নাহার এ্যানীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এ্যানিকে। এ সময় এ্যানির মা-বাবা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, এ্যানীকে আমরা ছাড়পত্র দিয়েছি। ও বাড়ি যাচ্ছে। ওকে বলে দিয়েছি কোনো অসুবিধা হলেই চলে আসবে।
তিনি আরও বলেন, এ্যানী এখন ভালো আছে। বাড়ি গেলে হয়তো ভালো লাগবে। তার শারীরিক অবস্থা ভালো। তার মানসিক অবস্থা খারাপ হতেই পারে। কারণ তার স্বামী-সন্তান মারা গেছে।
এদিকে এ্যানী গণমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি দুই জায়গাতেই থাকবেন।
এর আগে গত ১৯ মার্চ ওই দুর্ঘটনায় নিহত এ্যানীর স্বামী ফারুক হোসেন প্রিয়ক ও একমাত্র সন্তান তামারা প্রিয়ন্ময়ীর মরদেহ শেষবারের মতো দেখতে স্বজনরা এ্যানীকে ঢামেক থেকে গাজীপুরের শ্রীপুরে নিজেদের বাড়িতে নিয়ে যান। মরদেহ দাফনের পর আবার তাকে ঢামেকে রাখা হয়।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ওই দুর্ঘটনায় ২৭ বাংলাদেশিসহ এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৭১ আরোহী ছিলেন।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা জানতে নেপাল ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে ভুল নির্দেশনা দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দাবি অস্বীকার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এবিএন/সাদিক/জসিম