![ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/iu@abnews_134529.jpg)
ইবি, ১০ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নিউ এক্স্যাক্ট ওয়েভ সলিউশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গণিত বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মো: নূরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আলী আকবরের তত্ত্বাবধানে এই গবেষণাটি সম্পন্ন করেন।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রুহুল এ কে সালেহ, অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক কামরুন্নাহার, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আবুল কাওসার, সহকারী অধ্যাপক সজীব আলী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহীনূর রহমান প্রমুখ।
এবিএন/ অনি আতিকুর রহমান/জসিম/নির্ঝর