শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাঘাটায় জমি-জমা বিরোধের জেরে নিহত ১, আহত ৪

সাঘাটায় জমি-জমা বিরোধের জেরে নিহত ১, আহত ৪

সাঘাটা (গাইবান্ধা) , ১০ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সাঘাটায় জমি-জমা বিরোধের জেরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ময়নুল (২৪) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। ২ জনকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের ময়নুল ইসলাম ও তার চাচাতো ভাই আবুল কালামের সাথে জমি জমার বিষয়ে কথার কাটা-কাটি হয়। ঘটনার কিছুক্ষণ পরে কালাম দেশীয় অস্ত্র দিয়ে ময়নুলের মাথায় আঘাত করে। পরে তাকে বাঁচাতে তার ভাই শফিকুল (৩২), ওয়াহেদ আলী (৩৫), মুনছুর আলী (২৮), মুকুল (৩২) এগিয়ে আসলে তাদেরও আঘাত করে পালিয়ে যায়। পরে ময়নুলসহ আহতদের গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তিকরা হলে কর্তব্যরত ডাক্তার ময়নুলকে মৃত ঘোষণা করেন।

নিহত ময়নুল সাঘাটা উপজেলার হাপানিয়া গ্রামের হাছেন আলীর ছেলে। ঘটনার পরে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।

গাইবান্ধা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিএন/ আসাদ খন্দকার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত