শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
আনুতোষিক ভাতা প্রাপ্তির দাবিতে

সুনামগঞ্জে ইউপি সচিবদের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে ইউপি সচিবদের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ, ১০ এপ্রিল, এবিনিউজ : মঞ্জুরকৃত লাম্পগ্র্যান্ট ও আনুতোষিক ভাতা’র ইউপি অংশের অর্থ প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জের অবসরপ্রাপ্ত ৫জন অবসরপ্রাপ্ত সচিবগণ।

আজ মঙ্গলবার সকালে শহরের পৌরবিপণীস্থ সমিতির ২য় তলার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন অবসরপ্রাপ্ত সচিব নেতৃবৃন্দ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত সচিব মো. সঞ্জব আলী।

তিনি জানান, বিগত ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৭ ইং সালের বিভিন্ন তারিখে জেলার বিভিন্ন উপজেলার ৫জন সচিব অবসর গ্রহন করেছেন। এরা হচ্ছেন জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন থেকে ২০১৪ সালের নভেম্বরে অবসর নেন বিনয় ভুষণ তালুকদার। তাঁর বকেয়া পাওনা রয়েছে প্রায় ৫লক্ষাধিক টাকা। একই ইউনিয়ন থেকে ২০১৫ সালের অক্টোবরে অবসর নেন নরেশ চন্দ্র তালুকদার। তাঁর বকেয়া পাওনা রয়েছে প্রায় ৫লক্ষ ২৮ হাজার টাকা। আশার কান্দি জগন্নাথপুর থেকে ২০১৫ সালের অক্টোবরে অবসর নেন মো.সঞ্জব আলী। সঞ্জব আলীর বকেয়া পাওনা রয়েছে ৫লক্ষ ২৮ হাজার টাকা।

দোহালিয়া ইউনিয়ন দোয়ারাবাজার থেকে ২০১৫ সালের জানুয়ারি মাসে অবসর নেন চিত্তরঞ্জন চক্রবর্তী। তাঁর বকেয়া পাওনা রয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা এবং দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন থেকে ২০১৭ সালের মে মাসে অবসর নেন মো.আছদ্দর আলী। আছদ্দর আলীর বকেয়া পাওনা রয়েছে প্রায় ৫ লক্ষ ২৮ হাজার টাকা। অবসর গ্রহনের পর থেকে মঞ্জুরকৃত ল্যাম্পগ্র্যান্ট ও আনুতোষিক ভাতা’ ইউপি অংশের অর্থ প্রাপ্তির দাবিতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অনেক আবেদন নিবেদন করা হয়েছে কিন্তু ভাতা প্রাপ্তির বিষয়ে কোন সুফল না পেয়ে স্ত্রী সন্তানাদি নিয়ে বৃদ্ধ বয়সে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।

এ ব্যাপারে হতাশাগ্রস্থ সচিবগণ মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে দৌড়-ছুট অব্যাহত রেখে আশায় আশায় সময় কর্তন করে মানসিকভাবে তাঁরা বিপর্যস্থ হয়ে পড়ছেন। এ ব্যাপারে তাঁরা বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে আমরা পেরেশানিতে ভুগছি। আমাদের আবেদন নিবেদন উপেক্ষিত। তাই হতাশাগ্রস্থ সচিবগণ সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে দাবি করছেন অবিলম্বে যেন তাদের মঞ্জুরকৃত ল্যাম্পগ্র্যাণ্ট ও আনুতোষিক ভাতার ইউপি অংশের অর্থ প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব বিনয় ভুষন তালুকদার, নরেশ চন্দ্র দাস, মো. সঞ্জব আলী, চিত্তরঞ্জন চক্রবর্তী ও মো.আছদ্দর আলী।

এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত