উলিপুর (কুড়িগ্রাম), ১০ এপ্রিল, এবিনিউজ : ‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩টি প্রতিষ্ঠানে শতাধিক ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উলিপুর বহুমূখী আলিয়া মাদ্রাসা মাঠে অরণ্যের উদ্যোগে, উলিপুর ডট কম ও ওএস ক্লিকের এর সহযোগিতায় ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মো. সামসুল হক, সাবেক অধ্যক্ষ মাও. মো. মমতাজুল হক, প্রভাষক মোছা. ইয়ামীনা বানী, মো. রুস্তম আলী, ফিরোজ আলম, সহকারি শিক্ষক সুফিয়ান সরকার, অফিস সহকারি শহিদ রহমান, অরণ্যের সভাপতি এ এস জুয়েল।
আরো উপস্থিত ছিলেন- রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর, স্বেচ্ছাসেবী সংগঠন সুপান্থের সাধারণ সম্পাদক বাবু দেব, উলিপুর ডট কম এর সহ-সম্পাদক শামস তৌফিক নিশান, মাহমুদুল হাসান মুরাদ, রাজন কুমার দাস, ফয়সাল আহমেদ, আক্তার, সোহানুর রহমান সোহান প্রমুখ।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি