![মৌলভীবাজারে মাদকবিরোধী আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/sova_abnews_134552.jpg)
মৌলভীবাজার, ১০ এপ্রিল, এবিনিউজ : জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষাঙ্গনে সচেতনামূলক মাদকবিরোধী আলোচনার অংশ হিসেবে মৌলভীবাজারের আজাদ বখত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে মাদকবিরোধী সভা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন কলেজের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুহিবুর রহমান মুহিব, আজাদ বখত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি সৈয়দ নজরুল বখত প্রমুখ।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি