বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে শিক্ষক কর্তৃক যৌন হয়রানীর অভিযোগ

সুন্দরগঞ্জে শিক্ষক কর্তৃক যৌন হয়রানীর অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ১০ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নুরুল আমিন ওরফে ভোলা কর্তৃক চতুর্থ জনৈক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসি ও অভিভাবকবৃন্দ।

অভিযোগে জানায়, উক্ত শিক্ষক ওই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী পশ্চিম রামজীবন গ্রামের আঙ্গুর মিয়ার মেয়ের সাথে অনৈতিক আচরণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি উক্ত শিক্ষক ওই ছাত্রীকে ক্লাশ রুম থেকে ডেকে নিয়ে পড়া বুঝানোর অজুহাতে পার্শ্বের রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। তার চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা ছুটে আসলে উক্ত শিক্ষক ছটকে পড়েন।

ঘটনাটি অভিভাবককে বললে পরদিন অভিভাবকবৃন্দ প্রদান শিক্ষকের নিকট অভিযোগ দিয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রধান শিক্ষক ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করলে এলাকাবাসি ও অভিভাবকবৃন্দ গত ২৫ মার্চ উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিস্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত হলেও অদ্যবধি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় বিক্ষুদ্ধ হয়ে পড়েছেন এলাকাবাসি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফ্ফর হোসেনের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং উক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এ নিয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে বিদ্যালয়ে গিয়ে ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত