শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

গফরগাঁও (ময়মনসিংহ), ১০ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি চাকরির বিদ্যমান কোটা সংস্কারের দাবির নামে বীর মুক্তিযোদ্ধাদের ভাবমুর্তি নষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান অসুস্থ থাকায় তার পক্ষে উপজেলা সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক স্বারকলিপিটি গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ফরিদুল আলম সজীবের যৌথ স্বাক্ষরে এ স্বারকলিপি পেশ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুল, সাবেক সহকারি কমান্ডার সলিম উল্লাহ মোস্তফা, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আব্দুস সালাম বাঙালী, মুক্তিযোদ্ধার সন্তান ও গফরগাঁও প্রসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম সেলিম মাষ্টার, ইসমাইল হোসেন প্রমুখ।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত