
সিরাজগঞ্জ, ১০ এপ্রিল, এবিনিউজ: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন, সলঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক সেলিম এলাহি, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক হাসু ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রঞ্জু আহমেদ ও ছাত্রদল নেতা সোহেল।
গতকাল সোমবার দুপুরে পুলিশের দায়ের করা এ মামলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের এই নেতারা আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক মো: আব্দুল্লাহ আল মামুন বিকেলে তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। ওইআদালতের বেঞ্চ সহকারী মঞ্জুর শামীম এ তথ্য জানান।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা