বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে বাপা’র মানববন্ধন কর্মসূচী

বদলগাছীতে বাপা’র মানববন্ধন কর্মসূচী

বদলগাছী (নওগাঁ), ১০ এপ্রিল, এবিনিউজ: নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা ) উপজেলা শাখার উদ্যোগে খাদ্য উদ্বৃত্ত বদলগাছী উপজেলার কৃষি ফসলী জমি রক্ষা এবং পরিবেশ দূষনমুক্ত রাখার ব্যবস্থা গ্রহনের দাবীতে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টা থেকে ঘন্টাকালব্যাপী বদলগাছী উপজেলা পরিষদ চত্ত্বরের সামনের রাস্তায় দাঁড়িয়ে প্রায় ৪ শতাধিক নারী ও পুরুষ এই মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন নওগাঁ জেলা শাখার সদস্য এ্যাডঃ মহসিন রেজা, বদলগাছী উপজেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ হাসানুজ্জামান,মোঃ সাইদুর রহমান,আব্দুস সালাম,শহিদুল ইসলাম,চায়না বেগম,ইউনুছ আলী, আতোয়ার রহমান,আহসান হাবীব লিটন প্রমুখ। বক্তাগণ বলেন, বদলগাছী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষি ফসলী জমি ব্যবহার করে প্রায় ৩০ টির মতো ইট ভাটা গড়ে উঠেছে। এসব ভাটায় প্রায় ৮শ থেকে ১ হাজার বিঘা কৃষি জমি ব্যবহারের ফলে প্রতিবছর খাদ্যশস্য উৎপাদনে পিছিয়ে পড়ছে এই উপজেলার কৃষকগণ।

সম্প্রতি আরো কয়েকটি ইট ভাটা স্থাপনের প্রক্রিয়া চলছে। এরফলে কৃষি ফসলী জমি যেমন কমছে, তেমনি মারাত্মক কার্বন নিঃসরনের ফলে বিভিন্ন ফলমূলের গাছও অকেজো হয়ে পড়ছে। এছাড়াও বয়লারগুলোও সরকারী নিয়মনীতির বাইরে করার ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষার জন্য পরিবেশ বান্ধব ইটভাটা, বয়লার স্থাপনের ব্যবস্থা গ্রহন করে দূষনমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তাগণ।সেই সাথে নিরীহ গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান বক্তাগণ। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত