![ফুলবাড়ীতে প্রতিপক্ষের হামলায় বাড়ী ভাংচুর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/abnews-24.bbb_134563.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ১০ এপ্রিল, এবিনিউজ: ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়ী ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মজিবর রহমানের ফুলবাড়ী থানায় আজ মঙ্গলবার দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার কষ্ণপুর গ্রামের ইছা আকন্দের পুত্র মো: রশিদুল (৪৮) ইছা আকন্দর পুত্র মো: আমিনুল (৫০) ইছা আকন্দর পুত্র আসাদুল (৫৫) তারা দলবদ্ধ হয়ে সকাল সাড়ে সাতটায় একই গ্রামের মো: গোফ্ফার (৪৫) ও তার স্ত্রী মোছা:- খাতিজা বেগম এর বাড়ীতে ঢুকে লাঠি- সোটা নিয়ে হামলা চালিয়ে মারপিট ও বাড়ী ভাঙ্গচুর করে।
মো:- গোফ্ফার এর স্ত্রী বাধা দিতে গেলে তাকে টানা হেচড়া ও বিবস্ত্র করে। তারা বাচাঁও বাচাঁও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। মোঃ গোফ্ফার এর স্ত্রী মোছাঃ খাতিজা বেগম জানান, প্রতিপক্ষরা জমিজমার বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে ৭টায় বাড়িতে ঢুকে আমাকে এবং আমার স্বামীকে মারপিট করে বাড়ি ভাংচুর করে ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মোঃ গোফ্ফার এর সাথে কথা বললে তিনি জানান, আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করার জন্য পরিকল্পনা করলে প্রতিপক্ষরা আমার বাড়িতে হামলা করে।
এ দিকে মোঃ গোফ্ফার গতকাল ১০ই এপ্রিল মঙ্গলবার ফুলবাড়ী থানায় ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা