ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক আছে উল্লেখ করে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না এমন বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা আছে এবং সকল স্বাভাবিক কাজকর্ম অব্যাহত আছে। সকল ক্লাস পরীক্ষা চলছে। তাই বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানাচ্ছি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ পরীক্ষা বর্জন করেছে একটি অংশ। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসাশিক্ষা অনুষদ ও কার্জন হল ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোতে নেই কোনো শিক্ষার্থী। তালা ঝুলতে দেখা যায় বেশির ভাগ শ্রেণীকক্ষের দরজায়। ক্যাম্পাস অনেকটাই ফাঁকা দেখা যায়।
এবিএন/মমিন/জসিম