সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে জ্বীনের হাসিতে শিক্ষকসহ ২৫ ছাত্র-ছাত্রী অজ্ঞান
সিরাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

সিরাজগঞ্জে জ্বীনের হাসিতে শিক্ষকসহ ২৫ ছাত্র-ছাত্রী অজ্ঞান

সিরাজগঞ্জে জ্বীনের হাসিতে শিক্ষকসহ ২৫ ছাত্র-ছাত্রী অজ্ঞান

সিরাজগঞ্জ, ১০ এপ্রিল, এবিনিউজ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জ্বীনের হাসিতে ২ শিক্ষিকাসহ ২৫জন ছাত্র ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে ১৫ জনের মাথায় পানি ঢেলে ২ ঘন্টা পর জ্ঞান র্ফিরে এবং আরো ১০জনকে কামারখন্দ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিরে।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুল মাঠে জাতীয় সংগীত শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাশ চলাকালে সজীব ও হৃদয় নামে পঞ্চম শ্রেণির ২ ছাত্র প্রথমে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ক্লাসের ২জন শিক্ষক এলিজা ফেরদৌস ও শামিমা সুলতানাসহ আরো ২২ জন ছাত্র ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।

এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র ছাত্রীদের অভিবাবকসহ এলাকার লোকজন বিদ্যালয়ে চলে আসেন। তারা জ্ঞান হারানো শিক্ষক ছাত্র ছাত্রীদের মাথায় পানি ঢালা শুরু করেন। এক হৃদয় বিদায়ক দৃশ্যে অবতরথ ঘটে বিদ্যালয়ের মাঠে। দুপুরে জ্ঞান ফিরে আসা ছাত্র সজীব ও হৃদয় জানায়, দোতলায় ক্লাশ চলাকালে চাদের নিচে জ্বীনের হাসিতে শিক্ষকসহ আমরা সবাই জ্ঞান হারিয়ে ফেলি।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত