
আদমদীঘি (বগুড়া), ১০ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার আদমদীঘিতে গতকাল ০৯ এপ্রিল রাত পৌনে চার টার সময় দৃস্কৃতিকারীদের সাথে পুলিশের গোলাগুলি ঘটনায় ২ পুলিশ সহ ৩ জন আহত হয়েছে। পুলিশকে জখম ও সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগে গ্রেফতারকৃতবগুড়ার মানিকচক কর্ণপুর উত্তর পাড়ার আব্দুল গফুরের ছেলে মাসুদ রানা (৩০) সহ ৭/৮ জন অজ্ঞাত নামার বিরুদ্ধে এসআই সাম মোহাম্মদ বাদী হয়ে গতকাল সোমবার থানায় একটি মামলা দায়ের করেন। জখম প্রাপ্ত আজিজুর রহমান ও হাসানুর কে বগুড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, আদমদীঘির বশিপুর গ্রামের ডেলা রাইচ মিল থেকে ৩/৪ জন দৃস্কৃতিকারীরা ৩০০ বস্তা চাল সহ ট্রাক ডাকাতি করে পালানোর সময় থানা পুলিশ চাল বোঝায় ট্রাক উদ্ধার সহ মাসুদ রানা নামের এক ব্যাক্তিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্য মোতাবেক আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেল আলমগীর রহমানের নেত্বতে অফিসার ইনচার্য আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৯ এপ্রিল রাত পৌনে চার টার সময় আদমদীঘির চাটখইর গ্রামগামী পাঁকা রাস্তার পার্শ্বে জনৈক সামাদ হুজুরের বাগানের নিকট পৌছা মাত্রই পুলিশের টের পাইয়া গ্রেফতারকৃত আসামীর সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সস্ত্র সহ পুলিশকে আক্রমন করিলে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ আজিজুর রহমান ও হাসানুর রহমান জখম প্রাপ্ত হয়।
এসময় পুলিশ তাদের আটক করতে আগাইয়া গেলে পুলিশকে লক্ষ করিয়া আসামীগন এলোপাতারী ভাবে গুলি করিতে থাকিলে পুলিশ ও তাহার সরকারী অস্ত্র জানমাল রক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দৃস্কৃতিকারীরা ছত্রভঙ্গ হইয়া গুলি ছুড়িতে ছুড়িতে এদিক সেদিক পালানোর সময় দৃস্কৃতিকারীদের ছোড়া গুলিতে আটক আসামী মাসুদ রানার বাম হাটুতে লেগে রক্তাক্ত জখম হইলে অজ্ঞাত ৭/৮ জন দৃস্কৃতিকারীদের কাছে থাকা দেশী অস্ত্রসস্ত্র ফেলে পালিয়ে যায়।
পুলিশ আটক মাসুদ রানাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধী দেওয়া হচ্ছে। অফিসার ইনচার্জ আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জান মামলা দায়ের কথা নিশ্চিত করে বলেন, আহত দুই পুলিশ সদস্য বগুড়া পুলিশ লাইনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা