![বোদা সানন্দ কিন্ডার গার্ডেন বৃত্তিতে জেলার শ্রেষ্ঠ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/ponchogor@abnews_134579.jpg)
বোদা (পঞ্চগড়), ১০ এপ্রিল, এবিনিউজ: ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তির ফলাফলে সানন্দ কিন্ডার গার্টেন পঞ্চগড় জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। বোদা পৌর শহরের মনোরম পরিবেশে ঐতিহ্যবাহি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির তালিকায় ২৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১৭জন টেলেন্টপুল ও ১১জন সাধারণ বৃত্তি।
এ ব্যাপারে সানন্দ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান জানান, বৃত্তির ফলাফলে সানন্দ কিন্ডার গার্টেন জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। সানন্দ কিন্ডার গাটেন জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় জেলা প্রশানক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান অভিনন্দন জানিয়েছেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা