বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইমরানকে জুতাপেটার নির্দেশ ছাত্রলীগের

ইমরানকে জুতাপেটার নির্দেশ ছাত্রলীগের

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ: কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে জুতাপেটা করতে সংগঠনের কর্মীদের নির্দেশ দিলেন এক ছাত্রলীগ নেতা।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজান।

তিনি সমাবেশে উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের যেখানেই ইমরান এইচ সরকারকে পাওয়া যাবে, সেখানেই জুতাপেটা করে তার গায়ের চামড়া তুলে নিবেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী আবু বকরকে দেখিয়ে ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, আবু বকর এখানেই আছে, কিন্তু একটি কুচক্রী গোষ্ঠী তাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে।

তিনি বলেন, “রাত যত গভীর হয়েছে আন্দোলনকারীদের ষড়যন্ত্র তত গভীর হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ক্যাম্পাসকে অস্থিতিশীল করা।”

আন্দোলনকারীদের বাধা দেওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে ছাত্রলীগ নেতা আবিদ আল হাসান বলেন, যতদিন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে, ততদিন ছাত্রলীগ তাদের বাধা দেয়নি।

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ভিসির বাসভবন ভাংচুর করেছে, গায়ে হাত তুলেছে- সেটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না।

তিনি বলেন, আবু বকরের মৃত্যুর গুজবে কান দিয়ে আমাদের বোনেরা গভীর রাতে হলের গেইট ভেঙে বেরিয়ে এসেছে। গতকালও একটি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে ছাত্রলীগের হামলায় হলের ফ্লোর রক্তে ভেসে গেছে। এমন প্রমাণ যদি কেউ দিতে পারে, তাহলে ছাত্রলীগের পদ থেকে আমি পদত্যাগ করব।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত