![নববর্ষ ও শব-ই-মেরাজ উপলক্ষ্যে ২দিনের ছুটিতে ইবি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/abnews-24.bbbbbbbbbb_134588.jpg)
ইবি (কুষ্টিয়া), ১০ এপ্রিল, এবিনিউজ: বাংলা নববর্ষ-১৪২৫ ও পবিত্র শব-ই-মেরাজ উপলক্ষে ২দিনের ছুটিতে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। ফলে আগামী ১৪ ও ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতর কর্তৃক প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল সোমবার থেকে সকল একািেমক ও প্রশাসনিক কাজসমূহ যথারীতি চলবে।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা