![পীরগঞ্জে ছাত্রী অপহরণের অভিযোগে পিতা-পুত্রের নামে মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/abnews-24.bbbbbbbbbbb_134590.jpg)
পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ১০ এপ্রিল, এবিনিউজ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় পিতা ও পুত্রের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধায় রুজু হওয়া মামলার বিবরণে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া ডিগ্রী কলেজের ১ম বর্ষের এক ছাত্রীকে উপজেলার দক্ষিন বৈরচুনা গ্রামের আবুল হোসেনের ছেলে এনামুল হক কলেজ যাওয়া পথে প্রায়ই বিয়ের প্রস্তাব দিত। কিন্তু এতে ঐ কলেজ ছাত্রী রাজি হয়নি।
গত ২৪ মার্চ সকালে এনামুল হক তার পিতার সহায়তায় কলেজ আসার পথে জনৈক গীরিশ চন্দ্রের মুদি দোকানের পশ্চিম পাশ্ব হতে ঐ ছাত্রীকে ফুসলিয়ে কৌশলে একটি পাগলুতে (থ্রিহুইলার) চড়িয়ে দিনাজপুর শহরের দিকে নিয়ে যায়। তখন থেকে ঐ কলেজ ছাত্রী নিখোজ রয়েছে।
এ বিষয়ে এনামুলের পিতা আবুল হোসেনের সাথে ঐ কলেজ ছাত্রীর বাড়ি লোকজন যোগাযোগ করলে তিনি নানা টালবাহনা করেন। অবশেষে কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, থানায় অপহরণের মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধোরের চেষ্টা চলছে।
এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/তোহা