বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে ফেন্সিডিল ও মোবাইল ফোনহ আটক ১

শ্রীমঙ্গলে ফেন্সিডিল ও মোবাইল ফোনহ আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ এপ্রিল, এবিনিউজ : র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুল আওয়াল (৪৫)।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্র জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি মো. আনোয়ার হোসেনসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ১টি প্লাষ্টিকের বস্তায় ভর্তি ৭৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ডসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

সে চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুন্ডা এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত