উলিপুর (কুড়িগ্রাম), ১০ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে বিধি বর্হিভূত ভাবে টোল আদায়ের প্রতিবাদে পৌরসভা কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শতাধিক শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যলয় ঘেরাও করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আমিনুর রহমান, শ্রমিক ঐক্য পরিষদের দেলওয়ার হোসেন, উলিপুর থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন প্রমুখ।
শ্রমিক নেতারা রিক্সা ভ্যানে প্রতিদিনের টোলের পরিবর্তে নাম্বার প্লেটের দাবি করেন। তারা অভিযোগ করেন দীর্ঘদিন থেকে শ্রমিকরা টোলের বিরুদ্ধে আন্দোলন করে আসলেও পৌর কর্তৃপক্ষ বিধি অনুযায়ী নাম্বার প্লেট প্রদান না করে জোরপূর্বক টোল আদায় করছেন যা রিক্সা ও ভ্যান শ্রমিকদের পক্ষে দেয়া সম্ভব না। তাই তারা টোল দিবেন না বলে ঘোষণা দেন। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল পৌর মেয়রের সাথে দাবী আদায়ের লক্ষ্যে বৈঠক করেন।
পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী জানান, বিধি বর্হিভূতভাবে রিক্সা ও ভ্যানে টোল আদায় করা হয় না। নিয়ম মেনেই টোল আদায় করা হয়। যেহেতু এ বছর ইজারা প্রদানের চুক্তি সম্পূর্ণ করা হয়েছে। তাই পরবর্তী বছরে বিষয়টি বিবেচনা করা হবে।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি