শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বোচাগঞ্জে মৎস্য হ্যাচারীর উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বোচাগঞ্জে মৎস্য হ্যাচারীর উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বোচাগঞ্জে মৎস্য হ্যাচারীর উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বোচাগঞ্জ (দিনাজপুর), ১০ এপ্রিল, এবিনিউজ: আজ মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের আনোড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাক্তি গত উদ্যোগে নির্মিত চৌধুরী মৎস্য হ্যাচারীর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি।

চৌধুরী মৎস্য হ্যাচারীর স্বত্বাধীকারী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে হ্যাচারীর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বর্তমানে দেশের প্রতিটি শিশু মেধা সম্পন্ন হয়েই জন্ম গ্রহন করছে। সেই মেধাকে ধরে রাখতে হলে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহন করতে হবে।

তিনি বলেন পুষ্টিকর খাদ্যের মধ্যে মাছ অন্যতম এজন্য মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে । এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/ সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত