বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
খালিদ মাহমুদ চৌধুরী এমপি

‘শেখ হাসিনা মানবতার জননী ও মমতাময়ী মা’

‘শেখ হাসিনা মানবতার জননী ও মমতাময়ী মা’

বিরল (দিনাজপুর), ১০ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের প্রধান মন্ত্রি শেখ হাসিনা এক জন মানবতার জননী এবং তিনি একজন মমতাময়ী মা। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের সার, বীষসহ সকল কৃষি সরঞ্জামাদী কৃষকের হাতের নাগালে রেখে এদেশে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিরলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনিি আরো বলেন, বর্তমানে এদেশ খাদ্যে সয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। এছাড়াও বর্তমান সরকার কৃষকের কৃষি পণ্যের অবাধ বিচরণের জন্য দেশের প্রত্যান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছেন। চলতি বছরেই দেশে শতভাগ বিদ্যুৎ (ঘরে ঘরে বিদ্যুৎ) পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

বিরল উপজেলা অডিটরিয়ামে কৃষি অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী দিনাজপুরের তৌহিদুল ইকবাল, উপজেলা চেয়ারম্যান আনম বজলুর রশীদ, বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার ২৮৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি আউস ও নেরিকা আউশ ফসলের বীজ ও সার প্রদান করেন।

পরে প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলপুর ইউনিয়নের হাবাতিয়া গ্রামে আওয়ামী লীগের উঠান বৈঠকে যোগদান করেন।

এবিএন/সুবল রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত