![দেবহাটায় পোস্ট অফিসে রক্ষিত টাকা ফেরত পেতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/rally_abnews_134602.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ১০ এপ্রিল, এবিনিউজ : দেবহাটা উপজেলা পোস্ট অফিসে রক্ষিত টাকা ফেরত পেতে ভুক্তভোগী অসহায় আমানতকারীবৃন্দের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পোস্ট অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দেবহাটা উপজেলার সাধারন অসহায় মানুষদের কষ্টার্জিত আমানতের টাকা আত্মসাৎকারী সাবেক পোস্ট মাষ্টার নজরুল ইসলামসহ জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এছাড়া বিচারপূর্বক শাস্তি প্রদান এবং আমানতের টাকা ফেরত পেতে প্রশাসনের আন্তরিক সহযোগীতা কামনায় অনুষ্ঠিত উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য নির্মল কুমার, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
বক্তারা এসময় তাদের বক্তব্যে গরীব অসহায় মানুষেরা যারা পোস্ট অফিসে আমানত রেখেছিল তাদের টাকা অবিলম্বে যাতে ফেরত প্রদান করা হয় সে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
সাথে সাথে আমানতের টাকা আত্মসাৎকারী সাবেক পোস্ট মাষ্টার নজরুল ইসলামসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বক্তারা দাবি জানান। মানববন্ধনে সকল আমানতকারীরা উপস্থিত ছিলেন।
এবিএন/আর.কে. বাপ্পা/জসিম/এমসি