![ফুলবাড়ীতে দাশিয়ারছড়ায় কালিমন্দিরের শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/abnews-24.bbbbbbbbbbbbbb_134603.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ১০ এপ্রিল, এবিনিউজ: দীর্ঘ ৬৯ বছর পর কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ মঙ্গলবার দুপুর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ১৮ লক্ষ টাকা ব্যায়ে নব-নির্মিত সার্বজনীন কাটিরহাট কালি মন্দিররের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও।
এ সময় উপুস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসি, সাধারণ সম্পাদক আলক চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতিকান্তা বর্মন, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ক্ষিরোধ চন্দ্র বর্মন, কালিরহাট কালিমন্দিরের সভাপতি নগেন্দ্র নাথ সেন প্রমূখ।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা