_134605.jpg)
রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ১০ এপ্রিল, এবিনিউজ: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গত ১০ এপ্রিল ইউপি সদস্যের পুত্র কে মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই শাহাজান আলী বলিদ্বারা এলাকা থেকে ইউপি সদস্য আলাউদ্দীনের পুত্র আব্দুল হামিদ কে ২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতারকরে।
এছাড়াও গভীর রাতে এএসআই আশরাফুল ও শাহাদাৎ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লধাবাড়ি এলাকা থেকে গোলাপ হোসেনের পুত্র মনিরুজাম্মান (২৫) করনাইট গ্রামের শাহাদাতের পুত্র শারওয়ার মোর্সেদ (৩৬) এনামুলের পুত্র সাইদুর রহমান কে ইয়াবা সহ গ্রেফতার করেছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও গত মাসে মাদকের ২০ মামলা হয়েছে।
এবিএন/মোবারক আলী/জসিম/তোহা