![বিশ্ব ভারতীর সাথে প্রীতি ম্যাচে ১-০ গোলে ইবির জয়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/football_abnews_134606.jpg)
ইবি, ১০ এপ্রিল, এবিনিউজ : আন্ত:বিশ্ববিদ্যালয় প্রীতি ম্যাচে ভারতের বিশ্বভারতীকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ জয় করেছে বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন ইবি ফুটবল দলের খেলোয়াড় রয়েল।
জানা যায়, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়’ উপলক্ষ্যে এদিন উপাচার্যের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে কোলকাতার শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইবি ক্যাম্পাসে আসেন। প্রতিনিধিদলের মধ্যে ৭ জন ফ্যাক্লাটি মেম্বর, ৩ জন রিসার্চার এবং ২২ জন খেলোয়াড় ছিলেন।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/এমসি