![ময়মনসিংহে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/rally_abnews_134610.jpg)
ময়মনসিংহ, ১০ এপ্রিল, এবিনিউজ : জার্মান চিকিৎসা বিজ্ঞানী হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক হ্যানিম্যান জন্মবার্ষিকী দিবসটিকে ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ হিসেবে পালিত হয়।
আজ মঙ্গলবার হ্যানিম্যান এর ২৬৩তম জন্মবার্ষিকী ও ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ উপলক্ষে ময়মনসিংহে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
ময়মনসিংহ জেলা হোমিও ডক্টরস এসোসিয়েশন (হোডা) কমিটির উদ্যোগে শহরের আঠারবাড়ী (মদন বাবু রোড) হতে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, হ্যানিম্যান একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। সারা বিশ্বব্যাপী তার জন্মদিন পালিত হয়। সুতরাং তার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্যই বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হওয়া উচিত।
হ্যানিম্যান একজন জনপ্রিয় বিশ্বনন্দিত চিকিৎসা বিজ্ঞানী। তার আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতি দ্বারা লাখ লাখ মানুষ আজ উপকৃত হচ্ছে। বিশ্বে এখন এ চিকিৎসা পদ্ধতির ওপর উচ্চ শিক্ষা দেয়া হচ্ছে। তাই এ পদ্ধতির আবিষ্কারকের জন্মদিনে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এসময় ময়মনসিংহ হোডা কমিটির সভাপতি ডা: পরেশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক ডা: আনোয়ারুজ্জামান খান রুমেল, ডা.আর আর শর্মা প্রনব প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি