![লালমনিরহাটে প্রধানমন্ত্রী বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_134612.jpg)
লালমনিরহাট, ১০ এপ্রিল, এবিনিউজ: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে (১-৭মে,২০১৮) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিকরা।
আজ দুপরে জেলার আদিতমারীতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র জেলা সভাপতি খোরশেদ আলম সাগর। এর আগে কালীগঞ্জের ইউএনও রবিউল হাসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বিএমএসএফ’র জেলা সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহেম্মদ শিপন।
পরে হাতীবান্ধায় ইউএনও আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিএমএসএফ’র জেলা ইউনিট সম্পাদক আসাদুজ্জামান সাজু। এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেন, আদিতমারী প্রেসক্লাব সম্পাদক সুলতান হোসেন,
দৈনিক বর্ণিক বার্তা’র প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, ডিবিসিনিউজের’র প্রতিনিধি মাজেদ মাসুদ, মোহনাটিভি’র প্রতিনিধি সুমন খান, দৈনিক দাবনাল প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নুরনবী সরকার, দৈনিক ভোরের দপণ প্রতিনিধি কাজী শাহ আলম, নতুন সময় ডটকম’র প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রাপ্ত, নিউজ৭১’র প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুল ও সাংবাদিক মানজারুল ইসলাম বিল্লা।
এবিএন/আসাদ্জুামান সাজু/জসিম/তোহা