শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বোচাগঞ্জে কৃষি প্রযুক্তি ও বীজ মেলার উদ্ধোধন

বোচাগঞ্জে কৃষি প্রযুক্তি ও বীজ মেলার উদ্ধোধন

বোচাগঞ্জ (দিনাজপুর), ১০ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দীপশিখা আয়োজিত দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও বীজ মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায বোচাগঞ্জের ২নং ইশানিয়া ইউনিয়নের বাতাসন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দীপশিখা প্রধান নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি ও বীজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সারওয়ার মোর্শেদ।

এসময় আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, আদি-বীজ সংরক্ষক মো. ইউসুফ মোল্লা, বাতাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহেদুর রহমান, দিনাজপুর জেলা প্রকল্প সমন্বয় কারী আশুতোষ কর্মকার, বোচগঞ্জ উপজেলা দীপশিখা ম্যানাজার অতুল চন্দ্র রায়, ঘোড়াঘাট উপজেলা ব্রাঞ্চ ম্যানাজার মো. রজব আলী, মো. শামীম আল মামুন, মো. আফসার আলী।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত