শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
স্কুল ব্যাংকিং মেলা

গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

গাইবান্ধা, ১০ এপ্রিল, এবিনিউজ : স্কুলগামী ছাত্রছাত্রীদের মাঝে সঞ্চয়ের প্রবৃত্তি গড়ে তোলা, আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থায় তাদের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আজ মঙ্গলবার গাইবান্ধায় স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন করা হয়। স্কুল ব্যাংকিংয়ের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস।

গাইবান্ধা পূর্বালী ব্যাংক শাখা এই মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রীসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রংপুর পূর্বালী ব্যাংক আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.বি.এম সাদিকুর রহমান, রংপুর বিভাগীয় কার্যালয়ের রূপালী ব্যাংক লিঃ এর মহাব্যবস্থাপক মো. এনায়েত হোসেন, পূর্বালী ব্যাংকের ম্যানেজার এস.এম. নাসিরুল ইসলাম, ভানুসেন, মো. সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, স্কুলগামী ছাত্রছাত্রীদের মাঝে সঞ্চয়ের প্রবৃত্তি গড়ে তোলা, আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থায় তাদের উৎসাহ সৃষ্টি এবং সর্বোপরি অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে তাদের অবদান নিশ্চিত করতে পূর্বালী ব্যাংক লিমিটেড স্কুল ব্যাংকিং চালু করেছে।

তারা আরও বলেন, ৬ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের পক্ষে পিতা-মাতা অথবা আইনগত অভিভাবকদের মাধ্যমে হিসাবটি পরিচালিত হবে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত