![গোবিন্দগঞ্জে বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে মতবিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/sova-abnews_134644.jpg)
গাইবান্ধা, ১০ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্য বিবাহও সন্ত্রাস, জঙ্গিবাদ রোধে ইমাম, মুয়াজ্জিন, কাজী, শিক্ষক সুধীজনদের নিয়ে জনসচেতনতা মূলক এক মতবিনিময় সভা কোচাশহর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাফিউল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইসচার্জ(ওসি)মজিবুর রহমান পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ,প্রধান শিক্ষক সোহরাব হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আসাদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন কোচাশহর ইউপি চেয়ারম্যান মোশরফ হোসেন।
এর আগে প্রধান অতিথি একই ইউনিয়নের একটি বাড়ী একটি খামার প্রকল্পের পালপাড়া উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি