বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেত্রী এশা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেত্রী এশা বহিষ্কার

ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয়, হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে কবি সুফিয়া কামাল হলে সাধারণ ছাত্রীদের ওপর হামলার ঘটনায় হল প্রশাসন তাৎক্ষণিকভাবে এশাকে হল থেকে বহিষ্কার করেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষর এক বিজ্ঞপ্তিতে এশাকে বহিষ্কার করা হয়।

ছাত্রলীগ হল শাখার নেতারা ও কোটা সংস্কার আন্দোলনকারীরা জানান, ছাত্রলীগ সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশা উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোরশেদা বেগমের ওপর নির্যাতন চালায়। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাত্রীদের পাঠানো ভিডিও চিত্রে দেখা গেছে, হলের সিঁড়ি ও রুমের মেঝেতে রক্তের ফোঁটা জমে আছে। আর ওই ছাত্রীর পায়ে রক্ত লেগে আছে।

এ ঘটনায় পর ছাত্রলীগ নেত্রী নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। কিন্তু বিক্ষুব্ধ ছাত্রীরা তাকে কক্ষ থেকে টেনে বের করে আনার চেষ্টা করেন। ঘটনার সময় হলের আবাসিক শিক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

ঘটনার প্রতিবাদে ছাত্রীরা হলের গেট ভেঙে বের হয়ে যায়। হলের ভেতর জড়ো হয়ে ছাত্রীরা স্লোগান দেয়। এ সময় অন্য হলের হাজার হাজার আন্দোলনকারী সুফিয়া কামাল হলের গেটের সামনে এসে স্লোগান দেয়।

ঘটনার এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সুফিয়া কামাল হল থেকে বের হলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আর তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী সময়ে ছাত্রলীগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও এশাকে বহিষ্কার করার কথা জানানো হয়।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত