![কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/kota_abnews_134672.jpg)
কুমিল্লা, ১১ এপ্রিল, এবিনিউজ : কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টা থেকে কুমিল্লা কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এসময় তারা কোটা সংস্কারের বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের দাবি পূরুণ না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাবার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় কান্দিরপারের আশেপাশে যানযটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিএন/শাকিল মোল্লা/জসিম/এমসি