![মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/road-accident@abnews24_134675.jpg)
মানিকগঞ্জ, ১১ এপ্রিল, এবিনিউজ : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল গফুর (২৮) ও একই উপজেলার ধুইল্লা গ্রামের আবদুলর কাদের (৩০)।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু জানান, গফুর ও কাদের মোটরসাইকেলযোগে স্থানীয় তরা আড়তে মাছ কিনতে যাচ্ছিলেন। মানরা এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাটুরিয়া ফেরিঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় গফুর ও কাদের গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ হানিফ পরিবহনের বাসটি আটক করেছে। বাসটির চালক ও সহযোগী পালিয়ে গেছে।
এবিএন/সাদিক/জসিম