![চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ফরিদপুর বিক্ষোভ কর্মসূচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/rally_abnews (2)_134678.jpg)
ফরিদপুর, ১১ এপ্রিল, এবিনিউজ : সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার মূলায়ন চাই, কোটার সংস্কার চাই দাবিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করে দুইশতাধিক শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এস এম জুবায়েল আলম, এন ইউ প্রিন্স, মাহাবুবা মুক্তি, রিয়াদ আহমদে, ইফরেখায়রুল ইসলাম প্রমুখ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি