বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে স্কুলের জায়গা দখল করে ক্লাবঘর ও রাস্তা নির্মাণের অভিযোগ

বদলগাছীতে স্কুলের জায়গা দখল করে ক্লাবঘর ও রাস্তা নির্মাণের অভিযোগ

বদলগাছীতে স্কুলের জায়গা দখল করে ক্লাবঘর ও রাস্তা নির্মাণের অভিযোগ

বদলগাছী (নওগাঁ), ১১ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ক্লাবঘর ও রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, নিহনপুর গ্রামের কতিপয় ব্যক্তির সহযোগিতায় যুবকরা টিন দিয়ে ক্লাবঘর নির্মাণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন বলেন, গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় তরুন যুবকরা বিদ্যালয়ের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণ করেছে। উপজেলা শিক্ষা অফিসার পরিদর্শন শেষে তার নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও জমি পুনঃউদ্ধারের জন্য উর্দ্ধতন মহলের সহযোগিতা কামনা করে গত ০৩/০৫/২০১৭ ইং তারিখে বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলেও অদ্যবধি কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এছাড়া বিদ্যালয়ের প্রাচীর না থাকায় পেছনে রাস্তা সত্ত্বেও ভ্যান, ভটভটি, মানুষজন মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করার জন্য বিঘœ হচ্ছে ক্লাসের পাঠদান। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে একটি টিন সেড ঘর।

স্কুলের পার্শ্বে মদির দোকান ব্যাবসায়ী শাহিন হোসেন করলে তারা জানান বিদ্যালয়ের জায়গাসহ কিছু ব্যক্তি মালিকানা জমিতে গ্রামের কিছু যুবক ছেলেরা ক্লাবঘর নির্মাণ করেছে। মাঠে ধুধু করছে চিকচিকে বালু। মাটি দিয়ে মাঠ ভরাট করার বরাদ্দ থাকলেও স্থানীয় ইউপি মেম্বার মো. আশাফুল ইসলাম বালু দিয়ে মাঠ ভরাট করেছে। ফলে একটু বাতাস হলেই বালু উড়ে গিয়ে শিক্ষার্থীদের চোখে-মূখে পড়ে এবং বিদ্যালয়ের সকল কক্ষ বালুময় হয়, গরমের সময় বিদ্যালয়ের তাপমাত্রা ও আবহাওয়া গরম হয়ে উঠে যা অস্বাভাবিক ও অসহনীয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাঠে বালু থাকার কারণে অতিরিক্ত গরম হয় জন্য মাঠে খেলা-ধূলা ও জাতীয় সমাবেশ করা কষ্টকর হয়ে পরে। তাদের দাবি আমাদের মাঠ খেলা-ধুলার উপযোগী করে দেওয়া হোক।

এ বিষয়ে ইউপিসদস্য মো. আশাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৭ সালে টি আর প্রকল্পর বরাদ্দ নিহনপুর স্কুলে মাঠে মাটি ভরাট করার কথা কিন্ত সেই সময় এলাকায় মাটি না পেয়ে বালু দেওয়া হয়েছে। ক্লাব ঘর ও রাস্ত বিষয়ে বলেন স্কুলের জায়গায় কিছু অংশ রয়েছে সেটা জন সাধারনের চলাচলের জন্য করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছানাউল হাবিব বলেন, আমার কাছে গত ৩/৫/১৭ইং প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন লিখিত ভাবে জানালে আমি সরেজমিনে দেখে সহকারী কমিশনার(ভুমি) বরাবর বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও অবৈধভাবে বিদ্যালয়ের সরকারি জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণ করে এমর্মে একটি আবেদন করি কিন্ত কোন ফল হয়নি। তাছাড়া বিষয়টি দৈনিক পত্র প্রত্রিকায় একাধীক সংবাদ প্রকাশ ও হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারি (ভূমি) মো. রওশন আলীর কার্যলয়ে স্বাক্ষাৎ করতে গেলে তাকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিব করেনি।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত