
শেরপুর (বগুড়া), ১১ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য নির্ধারিত জায়গার মলিকানা দাবীতে কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্দ্যগে আজ বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর ও স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় পৃথক পৃথক ভাবে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বি আর ডিএ’র শেরপুরের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, মমতাজুর রহমান,রফিকুল ইসলাম, দবিবর রহমান, আব্দুর রশীদ, শাহজাহান আলী, আমজাদ হোসেন, আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা বলেন পৌর শহরের শ্রীরামপুর মৌজার ৫০ নং খতিয়ানের সাবেক ৪২১ হাল ৯১৯ দাগের ৪০ শতক জমি ১৯৭৪ সালে মৃত ডা. আজিজুল হকের কাছ থেকে কেন্দ্রীয় সমবায় সমিতির নামে ক্রয় করা হয়েছে। তারা অবিলম্বে তাদের জায়গা দক্ষল মুক্ত করার জোর দাবী জানান।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা