বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • টাঙ্গাইলে কোটা সংস্কারের দাবিতে সা’দত কলেজে অবস্থান কর্মসূচি

টাঙ্গাইলে কোটা সংস্কারের দাবিতে সা’দত কলেজে অবস্থান কর্মসূচি

টাঙ্গাইলে কোটা সংস্কারের দাবিতে সা’দত কলেজে অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল, ১১ এপ্রিল, এবিনিউজ: টাঙ্গাইলে কোটা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে সরকারি সা’দত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সকাল ১০ টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

পরে এক বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাস্তায় বের হয়ে ছিলিমপুর-করটিয়া লিংক রোড এলাকায় পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। ছাত্রদের বিক্ষোভে পুলিশি বাধা অতিক্রম করে মিছিলটি করাতি পাড়া বাইপাস এলাকায় পৌঁছায়। সেখানে পুলিশি কড়া নিরাপত্তা ও বাধার মুখে মিছিলটি আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাড়াতে পারে নাই। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সরকারি করটিয়া সা’দত কলেজের সাধারণ ছাত্র সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, রুহুল আমিন, আনোয়ার পাশা, রুবেল হোসেন প্রমুখ।

এসময় হাসান, সুধেব, অজয়, তাসনিম, নাদিয়া, মিথিলা, জুয়েল, নুসরাত, জুয়েল সহ কলেজের প্রায় পাচঁ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীকে কলেজের পক্ষ থেকে টাঙ্গাইলে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য গত রবিবার সংসদ অধিবেশন চলাকালে কোটা সংস্কারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারদের বাচ্চা বলে মন্তব্য করেন তিনি।

এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত