বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে চেক জালিয়াতির মামলায় অধ্যক্ষ আটক

চিরিরবন্দরে চেক জালিয়াতির মামলায় অধ্যক্ষ আটক

চিরিরবন্দর (দিনাজপুর), ১১ এপ্রিল, এবিনিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেক জালিয়াতির মামলায় ফতেজংপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিনয় কুমারকে আটক করেছে। গতকাল ১০ এপ্রিল মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় দিনাজপুর দুদকের একটি দল তাঁকে উপজেলার সাতনালা ইউনিয়নের সাতনালা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে চিরিরবন্দর পুলিশের কাছে সোপর্দ করেছে।

থানা সুত্রে জানা গেছে, উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফতেজংপুর মহাবিদ্যালয়ের যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ও তারাকান্দি কালিমন্দির পরিচালনা কমিটির সভাপতি বিনয় কুমার রায় ওই কলেজের নামে দিনাজপুর জেলা পরিষদ হতে মন্ত্রীর বিশেষ বরাদ্দের ইস্যুকৃত ৫০হাজার টাকার চেক (যার নং-৮৯৫৮৪৩০) সরকারী সম্পদ চেকের প্রাপকের নাম ও হিসাব নম্বর জালিয়াতি করে তারাকান্দি কালিমন্দিরের নামে গত ৮ এপ্রিল ২০১৪ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাণীরবন্দর শাখার ক’জন কর্মকর্তার যোগসাজশে উত্তোলনপূর্বক আত্মসাৎ করে।

বিষয়টি গত ২০১৭ সালে ব্যাংকে অডিট করার সময় ফাঁস হয়ে যায়। এ বিষয়ে ফতেজংপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষ মো. আকতার হোসেন বাদি হয়ে সরকারী কর্মচারী বিশ্বাসভঙ্গ করতঃ প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতি করার অপরাধে অধ্যক্ষসহ ওই ব্যাংকের ক’জন অজ্ঞাত কর্মকর্তাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০১, তারিখ ০২/০২/২০১৮ইং। দীর্ঘ তদন্ত শেষে দুদক চার্জশীট প্রদানপূর্বক তাঁকে তার বাড়ি থেকে আটক করে।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত