
চিরিরবন্দর (দিনাজপুর), ১১ এপ্রিল, এবিনিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে ৪ পিস ইয়াবাসহ দুযুবককে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টায় থানার এস আই সারোয়ার ও এ এস আই পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মিনি ষ্টেডিয়াম এলাকা থেকে ষ্টেডিয়ামপাড়ার খলিলুর রহমানের ছেলে মোতালেব হোসেন (২০) ও মতিয়ার রহমানের ছেলে শাহিনুর রহমানকে (১৭) আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা