![চিরিরবন্দরে জেলা শিক্ষক সমিতির সভাপতিকে সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/abnews-24.bbbbbbbb_134716.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর), ১১ এপ্রিল, এবিনিউজ: বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে চিরিরবন্দর উপজেলার খোচনা এস সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল দ্বিতীয় বারের মতো সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন। তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে আজ বুধবার সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজিমদ্দিন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল এবং অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায়, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলু, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা